• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

নতুন বছরে গণস্বাস্থ্য হাসপাতালে কিডনি ডায়ালাইসিস খরচ আরো কমলো

প্রকাশিত: ১৩:৪৬, ১৬ এপ্রিল ২০২২

আপডেট: ১৩:৫৫, ১৬ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
নতুন বছরে গণস্বাস্থ্য হাসপাতালে কিডনি ডায়ালাইসিস খরচ আরো কমলো

১লা বৈশাখ ১৪২৯ থেকে গণস্বাস্থ্য হাসপাতালে বিকল কিডনি রোগীদের আরও কম খরচে ডায়ালাইসিস এবং চিকিৎসা সুবিধা চালু করেছে। বিকল কিডনী রোগের রুগীদের বেঁচে থাকার চিকিৎসায় ডায়ালাইসিস সেবা বেশ ব্যয়বহুল। বিকল কিডনী রোগের সাথে রুগীদের বেশীর ভাগেরই অন্য কোন অসংক্রমক রোগ থাকেই। এছাড়া অন্যান্য চিকিৎসা খরচ, ঔষুধ, যাতায়াত, বিশেষ খাবার ইত্যাদিতো রয়েছেই। দেখা যায়, যে আর্থিক অবস্থা যেমনই হউক না কেন এই সকল রুগীরা ধীরে ধীরে দরিদ্র থেকে দরিদ্রতর হতে
থাকে। এক পর্যায়ে এরা ডায়ালাইসিস করাতেও পারে না। গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার ডায়ালাইসিসের দর কমানোর পরেও বিকল কিডনী রোগের রুগীরা শুধুমাত্র টাকার অভাবে নিয়মিত ডায়ালাইসিস করাতে পারছেন না।

গণস্বাস্থ্য কেন্দ্র সমাজের অবস্থাসম্পন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩২০ জন বিকল কিডনী রুগীদের নামমাত্র খরচে গুনগত মানের সেবা নিশ্চিত করতে চেষ্টা করে যাচ্ছে।

গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরই ধারাবাহিকতায়, ১লা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ, বুধবার (১৪ এপ্রিল) থেকে নতুন বছরে দরিদ্র বিকল
কিডনি রোগীদের ডায়ালাইসিসের আর্থিক গ্রুপভিত্তিক দর আরোও কমলো ।

দুর থেকে আসা বা কর্মজীবি বিকল কিডনি রোগীদের জন্য গণস্বাস্থ্য নগর হাসপাতালে রাত ৮টা থেকে ভোর ৫টার বিশেষ শিফটে আর্থিক গ্রুপভিত্তিতে ৫০০.০০ থেকে ১০০০.০০ টাকায় হেমোডায়ালাইসিস করার সুবিধা দেওয়া হবে। ডায়ালাইসিস চলাকালীন সময়ে হাসপাতাল থেকে ফ্রি খাওয়ার ব্যবস্থাও থাকবে। ডায়ালাইসিস শেষে বাকি সময়ে বিশ্রামের ব্যবস্থা রয়েছে । এছাড়া ঢাকা শহরের আশে পাশে রাতের শিফটের রোগীকে ১০০ টাকায় বাড়ীতে পৌছে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  সপ্তাহে ৩টি সেশনের অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে
ও বিশেষ ছাড়  দেওয়া হচ্ছে।

এছাড়া সকল বিশেষজ্ঞ ডাক্তারদের বর্হি: বিভাগের পরামর্শ ফি ও  কমানো হয়েছে। আর্থিক গ্রুপভিত্তিক ফি বিনামুল্য থেকে ৭০০.০০ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কম খরচে কিডনি রোগীদের চিকিৎসা সুবিধা দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান
গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার। প্রতিষ্ঠানটি সবসময় মানুষের জন্য কম খরচে সেবা দিয়ে থাকে। গণস্বাস্থ্য  ডায়ালাইসিস সেন্টারও সুলভে গুনগত মানের চিকিৎসা সেবা নিশ্চত করাহয়।

 বিজ্ঞপ্তিতে  সমাজের অবস্থাসম্পন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে  গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারকে আর্থিক সহয়তা প্রদানের অনুরোধ করা হয়।

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2