• NEWS PORTAL

  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

করোনায় আবারও মৃত্যু শূন্য দেশ, শনাক্ত ৪৫

প্রকাশিত: ১৬:৩৫, ২১ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
করোনায় আবারও মৃত্যু শূন্য দেশ, শনাক্ত ৪৫

গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৪৮৫ জনে। এই সময়ে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকলো।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯২ হাজার ৪৪৩ জন। ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৯২৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ শতাংশ।
 
এর আগে বুধবার (২০ এপ্রিল) দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছিলো। এই সময়ে দেশে ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

বিভি/এএন

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2