• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

প্রকাশিত: ১০:০১, ২৮ মে ২০২২

ফন্ট সাইজ
বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

গতকাল (শুক্রবার) বিশ্বজুড়ে করোনায় ১ হাজার ৪০৪ জনের মৃত্যু হয়েছিল। আজ শনিবার বিশ্বজুড়ে করোনায় মৃত্যু কমেছে। করোনায় বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে। গতকালকের চেয়ে মৃত্যু কম ৭৯ জন।

এদিকে মৃত্যুর মতো গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে কমেছে শনাক্তের সংখ্যাও। শুক্রবার সকালের খবর অনুযায়ী বিশ্বজুড়ে আক্রান্ত ছিল এবং ৫ লাখ ৬০ হাজার ৬০৩ জন। শনাক্ত কমে শনিবার সকাল পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৫৭১ জন।

শনিবার (২৮ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ সব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ কোটি ৭ লাখ ৮৩ হাজার ৭৭২ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৯ হাজার ৪৯৭ জনের।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে উত্তর কোরিয়ায়। কিম জং উনের দেশে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৭০ জন এবং মারা গেছেন একজন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৯৮ হাজার ২৩৩ জন এবং মৃত্যু ২৬৩ জনের। রাশিয়ায় মৃত্যু ৮৪ জন এবং আক্রান্ত ৪ হাজার ৬১৯ জন। 

জার্মানিতে আক্রান্ত ১৪ হাজার ৪৮৩ জন এবং মৃত্যু ১৭ জনের। তাইওয়ানে আক্রান্ত ৯৪ হাজার ৮৫৫ জন এবং মৃত্যু ১২৬ জনের। ফ্রান্সে মৃত্যু ৪৫ জন এবং আক্রান্ত ৪ হাজার ৮১১ জন। দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত ৩ হাজার ২৭৪ জন এবং মারা গেছেন ৩৬ জন। 

দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ১৬ হাজার ৫৬৭ জন এবং মৃত্যু ৪০ জনের। ইতালিতে মৃত্যু ১১৮ জন এবং আক্রান্ত ১৯ হাজার ৬৬৬ জন। ব্রাজিলে আক্রান্ত ৪০ হাজার ৬৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১১৭ জনের।

এ ছাড়া থাইল্যান্ডে ২৯ জন, ইতালিতে ৪০ জন, অস্ট্রেলিয়ায় ৩৯ জন, যুক্তরাজ্যে ৬১ জন এবং কানাডায় ৩৭ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। পুরো বিশ্ব জুড়ে করোনার কারণে অচলাবস্থার সৃষ্টি হয়। পুরো দুটো বছর একেবারে স্থবির ছিল বিশ্ব।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2