• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

করোনায় শনাক্ত ফের হাজার ছাড়ালো, মৃত্যু ১

প্রকাশিত: ১৭:২৮, ২৩ জুন ২০২২

আপডেট: ১৮:০৫, ২৩ জুন ২০২২

ফন্ট সাইজ
করোনায় শনাক্ত ফের হাজার ছাড়ালো, মৃত্যু ১

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ষাটোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে। ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জনে। মোট মৃতের সংখ্যা হলো ২৯ হাজার ১৩৫ জন।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ২৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ সুস্থ হয়েছেন ১২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৬১টি আরটি-পিসিআর, ৫৭টি জিন-এক্সপার্ট এবং ৬৬২টি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবসহ মোট ৮৮০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ২১৮টি। নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ২১৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪২ লাখ ৫৯ হাজার ৬টি।

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2