• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

আক্রান্ত ৭ লাখ, বাড়ছে মৃত্যু

প্রকাশিত: ১০:৪৪, ২৫ জুন ২০২২

আপডেট: ১২:৩২, ২৫ জুন ২০২২

ফন্ট সাইজ
আক্রান্ত ৭ লাখ, বাড়ছে মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫ হাজার ১৭৪ জন মানুষ। এ সময় কোভিডজনিত কারণে অসুস্থতায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৯১ জনের। এছাড়া করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৩৭ হাজার ১৭৪ জন। করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স সূত্রে জানা গেছে এসব তথ্য।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জার্মানিতে। সেখানে করোনা শনাক্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ১৯০ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ৯০ জন।

গত ২৪ ঘণ্টায় কোভিডে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। মারা গেছেন ৩২৪ জন।

বিশ্বের আরও যেসব দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সে দেশগুলো হলো— যুক্তরাষ্ট্র (নতুন আক্রান্ত ১ লাখ ২ হাজার ১১৬ জন, মৃত ২৩৭ জন), ফ্রান্স (নতুন আক্রান্ত ৭৯ হাজার ২৬২ জন, মৃত ৪৯ জন), ইতালি (নতুন আক্রান্ত ৫৫ হাজার ৮২৯ জন, মৃত ৫১ জন), অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৩০ হাজার ৬৬৭, মৃত ৪২ জন), যুক্তরাজ্য (মৃত ৬৮ জন, নতুন আক্রান্ত ১৬ হাজার ৪৭৩ জন), স্পেন (মৃত ৬৫ জন, নতুন আক্রান্ত ২২ হাজার ৭২৮ জন)।

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2