• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

বিশ্বজুড়ে কমেছে দৈনিক সংক্রমণ-মৃত্যু

প্রকাশিত: ১১:২৪, ১১ জুলাই ২০২২

ফন্ট সাইজ
বিশ্বজুড়ে কমেছে দৈনিক সংক্রমণ-মৃত্যু

করোনায় বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণ আরও কমেছে। শনিবারের তুলনায় রবিবার আক্রান্তের সংখ্যা কমেছে প্রায় ৮০ হাজার। ওয়ার্ল্ডোমিটারের প্রকাশ করা তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, রবিবার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৭৯৩ জন। কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। পাশাপাশি, এই দিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ১৮ হাজার ৩৪০ জন।

আগের দিন শনিবার বিশ্বে করোনায় আক্রান্ত হিসাবে ৪ লাখ ৮১ হাজার ৮৭৫ জনকে পাওয়া গিয়েছিল। মৃত্যু হয়েছিল ৮৮৬ জনের। এছাড়া এ দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৪ লাখ ১১ হাজার ১১৬ জন।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৬ লাখ ৭৫ হাজার ৬৯২ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৬ লাখ ৩৭ হাজার ৮৮৮ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৩৭ হাজার ৮০৪ জন।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৬ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৭৭৯ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৩ লাখ ৭৩ হাজার ২৩ জনের।

এছাড়া গত আড়াই বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৫৩ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ৬৪ জন।

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2