• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

একদিনে হাসপাতালে রেকর্ডসংখ্যক ডেঙ্গু রোগী

প্রকাশিত: ১৭:০৯, ২০ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
একদিনে হাসপাতালে রেকর্ডসংখ্যক ডেঙ্গু রোগী

সংগৃহীত ছবি

বেড়েছে ডেঙ্গুর উপদ্রব। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৪৩৮ জন। এ বছর একদিনে একসঙ্গে এতো রোগী আর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২০  সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

তাদের মধ্যে ৩১৫ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১২৩ জন। তা ছাড়া এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৪৫ জন, যার মধ্যে ২৪ জন এই মাসে মারা গেছেন। আর এই মাসে এখন পর্যন্ত  আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮২৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫৬০ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ১ হাজার ১৯১ জন, আর বাকি ৩৬৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১২  হাজার ৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১০ হাজার ৪০২ জন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2