• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ত্বকের যত্নে তেল না লোশন?

প্রকাশিত: ১৫:০৪, ২৫ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
ত্বকের যত্নে তেল না লোশন?

শীতের যত্নে কোনটি তেল না লোশন? বিষয়টি সাধারণ মানুষের জন্য নির্বাচন করাটা একটু কঠিনই বটে। ডাক্তারি পরামর্শ ছাড়া কোন ত্বকে কি স্যূট করবে তা নিজে থেকে নির্বাচন করাটা বোমাকি ছাড়া আর কিছু নয়। 

চলুন দেখি এ বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা কি বলে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. নাজমুল করিম বলেন,  লোশন বা তেল দুটোই ব্যবহারের প্রচলন রয়েছে।  কিছু লোশন বেশি তেলতেলে আবার কিছু কম। ত্বক অনুযায়ী নির্বাচন করতে হবে আপনি কোনটা ব্যবহার করবেন। 

শীতে ত্বকের যত্নে সরিষার তেল ব্যবহার প্রসঙ্গে এই বিশেষজ্ঞ বলেন, সরিষার তেল ঝাঝালো। ফলে গায়ে না মাখাটাই ভালো।
লোশন নাকি অলিভ ওয়েল ভালো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিয়ে বিতর্ক আছে। অলিভ ওয়েল তেলের মতো, এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। যাদের ত্বক বেশি শুষ্ক তাদের জন্য লোশন ভালো। আবার অনেকের জন্য অলিভ ওয়েল ভালো কাজ দেবে। তবে লোশন বা অলিভ ওয়েলের ক্ষেত্র অলিভ ওয়েলকেই আমি বেশি প্রাধান্য দেব। কারণ এর মধ্যে ত্বকের জন্য উপকারী পুষ্টি রয়েছে।
 

বিভি/এসআই

মন্তব্য করুন: