• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

এনইআইআর চালু পেছালো, বাড়লো হ্যান্ডসেট নিবন্ধনের সময়

প্রকাশিত: ১৭:৩৫, ১৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:৩৬, ১৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এনইআইআর চালু পেছালো, বাড়লো হ্যান্ডসেট নিবন্ধনের সময়

অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে 'ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার' (এনইআইআর) সিস্টেম চালুর সময় পেছানো হয়েছে। আগামী ১৬ ডিসেম্বরের পরিবর্তে এটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে মোবাইল ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রিত বা স্টকে থাকা হ্যান্ডসেটের তথ্য নিবন্ধনের সময়সীমাও ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব মোবাইল ফোন ব্যবসায়ীর কাছে থাকা অবিক্রিত হ্যান্ডসেটগুলোর আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার শেষ সময় ছিল আজ ১৫ ডিসেম্বর। কিন্তু লক্ষ্য করা গেছে, অনেক ব্যবসায়ী এখনও তাদের অবিক্রিত হ্যান্ডসেটের তথ্য কমিশনে দাখিল করতে পারেননি।

এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের সুবিধার্থে এবং হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে সচল রাখার স্বার্থে এনইআইআর চালুর তারিখ ১৬ ডিসেম্বর ২০২৫-এর পরিবর্তে ১ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

বর্ধিত সময়সীমা অনুযায়ী, ব্যবসায়ীরা আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে তাদের হ্যান্ডসেটের তথ্য জমা দিতে পারবেন। এ জন্য নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাটে আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্যাদি neir@btrc.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2