• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আইফোনে যুক্ত হচ্ছে এআই চ্যাটবট

প্রকাশিত: ২৩:২২, ১৪ মে ২০২৪

ফন্ট সাইজ
আইফোনে যুক্ত হচ্ছে এআই চ্যাটবট

আইফোনে চ্যাটজিপিটির মতো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) চ্যাটবট যুক্ত করার জন্য ওপেনএআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে অ্যাপল। এমনকি জেমিনি ব্যবহারের জন্য গুগলের সঙ্গেও আলোচনা চলছে প্রযুক্তি প্রতিষ্ঠানটির।

সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ওপেনএআইয়ের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে অ্যাপল। আইফোনের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস-১৮ তে এআই চ্যাটবট ফিচার যুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। জেমিনি চ্যাটবটের লাইসেন্স দেয়া প্রসঙ্গে অ্যালফাবেট ইনকরপোরেটেডের মালিকানাধীন গুগলের সঙ্গেও আলোচনা করেছে অ্যাপল। তবে এখনও কোনো চুক্তি হয়নি এই দুই প্রতিষ্ঠানের মধ্যে। এ ব্যাপারে আলোচনা চলমান রয়েছে বলে জানা যায়।

আইফোন আগামী মাসে চ্যাটজিপিটির এআই ফিচারগুলো যুক্ত করার ঘোষণা দেয়ার পরিকল্পনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গত বছর অ্যাপলের চিফ এক্সকিউটিভ অফিসার টিম কুক বলেছিলেন, তিনি ব্যক্তিগতভাবে চ্যাটজিপিটি ব্যবহার করে দেখেছেন। তবে এই প্রযুক্তিতে এখনও অনেক ত্রুটি নিয়ে কাজ করা বাকি আছে বলে তিনি উল্লেখ করেছিলেন।

এছাড়া অ্যাপলের ডেভেলপার সম্মেলন আগামী জুনে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে এআই জগতে প্রবেশ করবে কোম্পানিটি। নিজস্ব প্রসেসর দিয়ে তৈরি ডাটা সেন্টারের মাধ্যমে কিছু এআই ফিচার চালু করার পরিকল্পনাও করছে অ্যাপল। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2