• NEWS PORTAL

  • শনিবার, ১২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অ্যাপ ছাড়াই ৫০ টাকায় মোবাইলে সাইবার সুরক্ষা দেবে ‘জিপিশিল্ড’ (ভিডিও)

প্রকাশিত: ১৮:১৫, ১১ জুলাই ২০২৫

আপডেট: ১৮:১৬, ১১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ

ক্যাসপারস্কির গবেষণায় বলছে, ২০২৪ সালে বিশ্বব্যাপী মোবাইল ডিভাইসকে কেন্দ্র করে ৩৩.৩ মিলিয়ন সাইবার আক্রমন করা হয়েছে। এসব আক্রমনের উদ্দ্যেশ্যে ব্যাংক সহ একজন ব্যাক্তির গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে ব্ল্যাকমেইল করা। 

আসিফ নাইমুর রশীদ , চিফ বিজনেস অফিসার, গ্রামীণফোন বলেন, সাইবার আক্রমন থেকে স্মার্টফোনকে ডিজিটালি সুরক্ষা দিতে দেশে ‘জিপিশিল্ড’ নামে নতুন একটি সেবা বেটা ভার্সনে চালু করা হয়েছে গ্রামীণফোন। সেবাটি একজন স্মার্টফোন ব্যবহারকারীকে (Domain name system) বা ডিএনএস লেয়ার ছাড়াও ম্যালওয়্যার আক্রমন থেকেও সুরক্ষা দিবে বলে দাবি প্রতিষ্ঠানটির। কোনো অ্যাপ ইন্সটল ছাড়াই শুধুমাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমেই সেবাটি মোবাইল ব্যাবহারকারীকে সাইবার সুরক্ষা দেবে। 

বিটিআরসির চেয়ারম্যান, মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, স্মার্ট ও অন্তর্ভূক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার মৌলিক বিষয় ডিজিটাল সুরক্ষা। এক্ষেত্রে ‘জিপি শিল্ড’ ব্যবহারকারীদের আরো সুরক্ষিত ও দায়িত্বশীলতার সাথে ডিজিটালি সংযোগ নিশ্চিত করবে বলে মনে করেন

গ্রামীণফোনের সিইও, ইয়াসির আজমান বলেন কাস্টমারের ডিজিটাল নিরাপত্তায় নতুন ইনোভেশনে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোণ। ডিজিটাল অন্তূর্ভকি বাড়াতে নিরাপদ অনলাইন সেবার কোনো গুরুত্ব অপরিসীম বলে বলে মনে করেন এই কর্মকর্তা। 

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে গ্রামীণফোন ওয়ানের ব্যানারে জিপি শিল্ড, বায়োস্কোপ প্লাস এবং ওয়ান গেমসের ঘোষনা দেয় গ্রামীনফোন। 

বিভি/ এসআই

মন্তব্য করুন: