• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

টেলিগ্রামে শতাধিক পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, দ্রুত বন্ধে চিঠি

প্রকাশিত: ১৩:০০, ৪ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
টেলিগ্রামে শতাধিক পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, দ্রুত বন্ধে চিঠি

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে বিভিন্ন নামে চ্যানেল খুলে নগ্ন এবং অশ্লীল ছবি ও ভিডিও প্রচার করা হচ্ছে। বাংলাদেশে টেলিগ্রাম প্ল্যাটফর্মে সক্রিয় এমন ১০৮টি পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 

এসব চ্যানেলে অনুমতি ছাড়া যৌন উদ্দীপক ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছে। বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট চ্যানেলগুলো দ্রুত বন্ধ বা অপসারণের অনুরোধ জানিয়ে টেলিগ্রাম কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে সরকারি নিয়ন্ত্রক সংস্থাটি।

১০৭টি চ্যানেলের আইডি এবং কনটেন্টের লিংক যুক্ত করে চিঠিতে বিটিআরসি জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে এসব চ্যানেল শনাক্ত করা হয়েছে। চ্যানেলগুলোতে প্রাপ্তবয়স্ক অশ্লীলতা, যৌন কার্যকলাপ ও অন্য অশালীন কনটেন্ট প্রচার করা হচ্ছে। কমিশন মনে করে, এসব কনটেন্ট সমাজের নৈতিক মূল্যবোধকে ভীষণভাবে ক্ষুণ্ন করছে এবং দেশের প্রচলিত আইন লঙ্ঘন করছে।

টেলিগ্রামকে পাঠানো চিঠিতে বলা হয়, অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণ, ব্লক বা অপসারণের একমাত্র ক্ষমতা বিটিআরসির হাতে। বিটিআরসি একমাত্র এবং যথাযথ কর্তৃপক্ষ, সংস্থাটি অনলাইন কনটেন্ট ব্লক, সীমিত বা অপসারণ করতে পারে এবং অধিকার, নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বশীল। ২০২৫ সালের সাইবার নিরাপত্তা অধ্যাদেশের ০৮ (১) ধারা অনুসারে এ ক্ষমতা প্রয়োগ করা হয়।

বিটিআরসি জানিয়েছে, এ ধরনের পর্নোগ্রাফি সামগ্রী সামাজিক আদর্শ ও নৈতিক মানকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করে। এই চ্যানেলগুলো ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন (পিসিএস) এর ৮(২), ৮(৩) ও ৮(৫) ধারা, এবং সাইবার নিরাপত্তা অধ্যাদেশের ২৫ ধারা লঙ্ঘন করেছে। তাই ১০৮টি লিংক ব্লক বা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে টেলিগ্রাম কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে কমিশনের কর্মকর্তারা জানান, অনলাইনে পর্নোগ্রাফি, জুয়া, প্রতারণা ও ঘৃণামূলক কনটেন্ট ছড়ানো রোধে বিটিআরসি নিয়মিত মনিটরিং চালাচ্ছে। অভিযোগ পেলেই সংশ্লিষ্ট ওয়েবসাইট, পেজ বা চ্যানেল শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে ফেসবুক, ইউটিউব, টিকটক ও এক্স (পূর্বতন টুইটার) কর্তৃপক্ষকেও অনুরূপ কনটেন্ট অপসারণে অনুরোধ জানায় বিটিআরসি।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(২), ৮(৩) ও ৮(৫) ধারা অনুযায়ী, অশ্লীল ছবি বা ভিডিও প্রচার দণ্ডনীয় অপরাধ, পর্নোগ্রাফি প্রচার বা বিক্রয়ে শাস্তিমূলক অপরাধ এবং ইলেকট্রনিক মাধ্যমে প্রচার নিষিদ্ধ। এ ছাড়া, সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫-এর ধারা ৮(১) অনুযায়ী, সামাজিক মূল্যবোধ বা নৈতিকতা বিনষ্টকারী কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা এবং অনলাইন কনটেন্ট ব্লক বা অপসারণের ক্ষমতা বিটিআরসির হাতে।

এর আগে, ১৯ অক্টোবর টেলিগ্রামে পর্নোগ্রাফি সংক্রান্ত বিভিন্ন গ্রুপ, অ্যাডমিন ও অর্থ লেনদেনকারী প্রতারক চক্রকে শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ঢাকার একটি আদালত। এ কাজে জড়িতদের বিরুদ্ধে মামলার নির্দেশও দেওয়া হয়। গণমাধ্যমে প্রকাশিত ‘টেলিগ্রামে হাজারো তরুণীর নগ্ন ভিডিও বিক্রি’ সংক্রান্ত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেওয়া হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2