• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

হারানো জিনিস খোঁজার স্মার্ট প্ল্যাটফর্ম AwareXone

প্রকাশিত: ২০:১৮, ৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
হারানো জিনিস খোঁজার স্মার্ট প্ল্যাটফর্ম AwareXone

বর্তমান সময়ে জিনিস হারানো কিংবা অনলাইন প্রতারণার শিকার হওয়া যেন দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। এক মুহূর্তের অসতর্কতায় হারিয়ে যাচ্ছে মোবাইল ফোন, মানিব্যাগ, ল্যাপটপ কিংবা গুরুত্বপূর্ণ নথিপত্র। অন্যদিকে, ভুয়া কল, নকল লিংক বা প্রতারণামূলক বার্তার মাধ্যমে প্রতিদিনই হাজারো মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অথচ এসব ঘটনার পর কার্যকর সহায়তার জন্য মানুষের ভরসা এখনো মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট বা ব্যক্তিগত নেটওয়ার্ক।

এই সমস্যার কাঠামোগত সমাধান দিতে দুই বাংলাদেশি শিক্ষার্থীর উদ্যোগে তৈরি হয়েছে AwareXone। এটি একটি কমিউনিটি-চালিত ডিজিটাল সেফটি প্ল্যাটফর্ম, যেখানে হারানো জিনিস, পাওয়া জিনিস এবং অনলাইন স্ক্যামের তথ্য একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে রিপোর্ট, যাচাই ও সতর্কতার আওতায় আনা হয়।

সমস্যার জায়গা থেকে সমাধানের পথে

AwareXone-এর অন্যতম উদ্যোক্তা মো. শাহরিয়ার শোভন জানান, ব্যক্তিগতভাবে জিনিস হারানোর অভিজ্ঞতা থেকেই তিনি উপলব্ধি করেন যে সমস্যাটি ব্যক্তিগত নয়, বরং একটি কার্যকর সিস্টেমের অভাব। সাইবার নিরাপত্তা গবেষক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সময় তিনি দেখেছেন, ডিজিটাল জগতে যেমন উন্নত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তেমনি দৈনন্দিন জীবনের হারানো জিনিস বা স্ক্যাম প্রতিরোধে কোনো সমন্বিত প্ল্যাটফর্ম নেই।

এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে তাঁর সঙ্গে যুক্ত হন আরেক বাংলাদেশি শিক্ষার্থী Ukay Khing Marma Joy। জয় একজন সিস্টেমস ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যিনি বাস্তব ব্যবহারের উপযোগী ও স্কেলযোগ্য প্রযুক্তি সিস্টেম তৈরিতে দক্ষ। তাঁর নেতৃত্বেই AwareXone-এর প্রযুক্তিগত কাঠামো এমনভাবে গড়ে তোলা হয়েছে, যাতে বড় পরিসরে ব্যবহার হলেও প্ল্যাটফর্মটি স্থিতিশীল ও নিরাপদ থাকে।

কীভাবে কাজ করে AwareXone:

AwareXone প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা হারানো জিনিস বা পাওয়া জিনিসের তথ্য সহজেই রিপোর্ট করতে পারেন। একই সঙ্গে অনলাইন প্রতারণা বা সন্দেহজনক কার্যক্রমের তথ্যও এখানে জানানো যায়। ভেরিফায়েড আইডেন্টিটি ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হয়, ফলে ভুয়া দাবি বা বিভ্রান্তির ঝুঁকি কমে।

এছাড়া প্ল্যাটফর্মটিতে রয়েছে ট্রাস্ট স্কোরিং ব্যবস্থা, যা ব্যবহারকারীর পূর্ববর্তী কার্যক্রমের ভিত্তিতে নির্ভরযোগ্যতা নির্ধারণ করে। রিয়েল-টাইম লোকেশনভিত্তিক অ্যালার্টের মাধ্যমে আশপাশের ব্যবহারকারীরা দ্রুত সতর্কতা পান, যা হারানো জিনিস উদ্ধার এবং স্ক্যাম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।

প্রযুক্তির সঙ্গে সামাজিক দায়বদ্ধতা:

AwareXone উদ্যোক্তাদের মতে, এটি শুধু একটি প্রযুক্তি প্ল্যাটফর্ম নয়; বরং একটি সামাজিক উদ্যোগ। এখানে কমিউনিটির সদস্যরাই একে অপরকে নিরাপদ রাখতে সহায়তা করেন। কেউ হারানো জিনিস ফেরত পেলে যেমন স্বস্তি পান, তেমনি একটি স্ক্যাম রিপোর্টের মাধ্যমে বহু মানুষকে ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়।

ভবিষ্যৎ পরিকল্পনা:

প্রাথমিকভাবে মালয়েশিয়া ও বাংলাদেশকে কেন্দ্র করে AwareXone-এর কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এটি একটি শক্তিশালী ডিজিটাল সেফটি নেটওয়ার্কে পরিণত হবে বলে উদ্যোক্তারা আশাবাদী, যেখানে হারানো জিনিস উদ্ধার এবং অনলাইন প্রতারণা প্রতিরোধ একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে সম্ভব হবে।
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2