সফলভাবে সম্পন্ন হলো বাগ হান্ট প্রতিযোগীতা
দেশের বৃহত্তম ইনফরমেশন সিকিউরিটি কনফারেন্স "Hacker ne Bug Hunt 202” সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার আগারগাঁওয়ের ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে দিনব্যাপী এই আয়োজন সফলতার সাথে সম্পন্ন হয়।
দিনব্যাপী এই কনফারেন্সে রিয়েল-ওয়ার্ল্ড অ্যাটাক সিনারিও, আধুনিক এক্সপ্লয়টেশন টেকনিক, সফটওয়্যার সাপ্লাই চেইন সিকিউরিটি এবং কার্যকর ডিফেন্সিভ স্ট্যাটেজি আলোচনা করা হয় ফলে Hacker One Bug Hunt এথিকাল হ্যাকার, ভলনারেবিলিটি রিসার্চার, সাইবার সিকিউরিটি পেশাজীবী, ডেভেলপার এবং শিক্ষার্থীদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে পরিণত হয়েছে।
HackerOne Bag Hunt 2026-এর অন্যতম প্রধান আকর্ষণ ছিল এর নো-হাইপ, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। এখানে কেবল তাত্ত্বিক আলোচনা নয়, বরং স্পিকাররা ধাপে ধাপে ব্যাখ্যা করেন কীভাবে বাস্তব পরিবেশে আক্রমণ পরিচালিত হয়, কোন টুল ও মেথড ব্যবহার করা হয়, কীভাবে এক্সপ্লয়টেশন চেইন তৈরি হয় এবং বাস্তব বাগ বাউন্টি ও পেনিট্রেশন টেস্টিং অভিজ্ঞতা থেকে কী শেখা যায়।
ইভেন্ট ডিরেক্টর সৈয়দ মুশফিক হাসান তাহসিন বলেন:
"HackerOn fag Hot কোনো হাইপ তৈরির আয়োজন নয় এটি বাস্তব ইমপ্যাক তৈরির একটি প্ল্যাটফর্ম। এই বছর আমরা দেখাতে চেয়েছি কীভাবে বাস্তব সিস্টেম সত্যিকার অর্থেই আক্রমণের শিকার হয় এবং কীভাবে সেগুলোকে সুরক্ষিত করা যায়। পুরো আয়োজনজুড়ে কমিউনিটির দক্ষতা, আত্মবিশ্বাস এবং পারস্পরিক সহযোগিতার যে অগ্রগতি দেখা গেছে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।
এই কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন:
বাগ বাউন্টি হান্টার ও পেনিট্রেশন টেস্টার
সফটওয়্যার ইঞ্জিনিয়ার & Dev Ops প্রফেশনালস
সাইবার সিকিউরিটি শিক্ষার্থী ও একাডেমিক গবেষক
ইন্ডাস্ট্রি লিডার ও কমিউনিটি অর্গানাইজার
আয়োজনে ৪০০’র বেশি অংশগ্রহণকারী নিজেদের সাইবার সক্ষমতা প্রমানে প্রতিযোগীতা করেন।
বিভি/এসআই




মন্তব্য করুন: