বন্ধ হচ্ছে গ্রোক চ্যাটবট দিয়ে অশালীন ছবি তৈরি
সমালোচনার মুখে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের তৈরি গ্রোক চ্যাটবট বাস্তব মানুষের ছবি সম্পাদনা করে অশালীন বা উন্মুক্ত পোশাকে দেখানোর সুবিধা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। যেসব দেশে এ ধরনের কনটেন্ট অবৈধ সেখানে এই সুবিধা পুরোপুরি বন্ধ করা হচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে এক্স জানায়, বাস্তব মানুষের ছবি বিকিনি, অন্তর্বাস বা অনুরূপ উন্মুক্ত পোশাকে রূপান্তরের সুযোগ প্রযুক্তিগতভাবে বন্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সব ব্যবহারকারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ অর্থ পরিশোধকারী গ্রাহকরাও এ সুবিধা আর পাবেন না।
এক্স জানায়, আইন লঙ্ঘন ও প্ল্যাটফর্মের নীতিমালা ভঙ্গ ঠেকাতেই এই সিদ্ধান্ত। গ্রোকের অপব্যবহার করে কেউ যেন আইন ভাঙতে না পারে তা নিশ্চিত করাই উদ্দেশ্য।
সম্প্রতি গ্রোকের মাধ্যমে তৈরি যৌন আবেদনময় ‘ডিপফেক’ ছবি নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, অনুমতি ছাড়াই বাস্তব মানুষের ছবি সম্পাদনা করে অশালীন কনটেন্ট বানানো হচ্ছে। এমনকি শিশুদের ছবিও এতে আক্রান্ত হয়েছে বলে দাবি করে বিভিন্ন সংগঠন।
এক্স আরও জানায়, যেসব দেশে আইন অনুযায়ী এ ধরনের ছবি তৈরি অবৈধ, সেখানে গ্রোক ব্যবহার করে এসব কনটেন্ট তৈরি করা যাবে না। অঞ্চলভিত্তিকভাবে এই ফিচার বন্ধ রাখা হবে। একে বলা হচ্ছে ‘জিওব্লকিং’ ব্যবস্থা।
তবে গ্রোক ব্যবহারে কিছু সীমিত ছাড় থাকছে। প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক জানিয়েছেন, কেবল কল্পিত প্রাপ্তবয়স্ক চরিত্রের ক্ষেত্রে কিছু দৃশ্য দেখানোর অনুমতি থাকতে পারে। তবে বাস্তব কোনো মানুষের ছবি এতে ব্যবহার করা যাবে না। মাস্ক বলেন, যুক্তরাষ্ট্রে আর-রেটেড সিনেমায় যা দেখা যায়, সেটিই এক ধরনের মানদণ্ড। তবে দেশভেদে আইন অনুযায়ী নিয়ম ভিন্ন হবে।
সূত্র: বিবিসি
বিভি/এসজি



মন্তব্য করুন: