• NEWS PORTAL

মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

পাকিস্তানের সুপ্রিমকোর্টে বিরল ঘটনা

প্রকাশিত: ১৮:১৩, ১৮ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৮:১৫, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
পাকিস্তানের সুপ্রিমকোর্টে বিরল ঘটনা

ছবি: সর্বোচ্চ আদালতের কার্যক্রম রাষ্ট্রীয় টেলিভিশনে (পিটিভি) লাইভ টেলিকাস্ট

পাকিস্তানে সুপ্রিমকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে একটি পিটিশনের উপর শুনানির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে। প্রথমবারের মতো সর্বোচ্চ আদালতের এই কার্যক্রম রাষ্ট্রীয় টেলিভিশনে (পিটিভি) লাইভ টেলিকাস্ট করা হয়। সোমবারের (১৮ সেপ্টেম্বর) ওই কার্যক্রম দেশটির বিচারিক ইতিহাসে বিরল ঘটনার জন্ম দিলো।

এর আগে রবিবার আদালতের এক বৈঠকের পর সরাসরি সম্প্রচারের অনুমতি দেন নবনিযুক্ত প্রধান বিচারপতি কাজী ফয়েস ঈসা। এদিন সর্বোচ্চ আদালতের ১৫ জন বিচারকের সমন্বয়ে গঠিত পূর্ণ আদালত সুপ্রিমকোর্ট (প্রাকটিস অ্যান্ড প্রসিডিউর) অ্যাক্ট, ২০২৩ এর ওপর করা পিটিশনের ওপর শুনানি করে।

এই অ্যাক্ট নিয়ে পাকিস্তানে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে এক রকম ঠাণ্ডা লড়াই রয়েছে। কারণ এই আইনের মাধ্যমে প্রধান বিচারপতির সুয়োমোটো ক্ষমতা খর্ব করা হয়েছে। দায়িত্ব ছাড়ার আগে এই আইনের সংশোধনী বাতিল করে গেছেন সদ্য বিদায়ী প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। তার দেওয়া রায়কে চ্যালেঞ্জ করে আদালতে পিটিশন করা হয়েছে। সোমবার সুপ্রিমকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে সেই পিটিশনের শুনানি অনুষ্ঠিত হয়, যা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করে রাষ্ট্রীয় টেলিভিশন।

এদিকে রবিবার শপথ নেওয়া পাকিস্তানের প্রধান বিচারপতি এদিন কোনো প্রটোকল ছাড়া ব্যক্তিগত গাড়িতে পৌঁছেছেন সুপ্রিমকোর্টে। স্টাফদের তিনি বলেছেন, সমস্যা সমাধানের আশায় সুপ্রিম কোর্টে আসেন জনগণ। ভিজিটরদের সঙ্গে অতিথির মতো আচরণ করবেন।

তিনি আরও বলেছেন, বিচারের দরজা উন্মুক্ত থাকা উচিত। এসবের মাধ্যমে পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি চমক সৃষ্টির চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে। সূত্র: জিও নিউজ

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত