খুঁজে পাওয়া গেলো মার্কিন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ

ছবি: সিএনএন
নিখোঁজ মার্কিন যুদ্ধবিমান এফ-থার্টি ফাইভের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। গেলো রবিবার (১৭ সেপ্টেম্বর) যুদ্ধবিমানটি দক্ষিণ ক্যারোলিনার উপর দিয়ে যাওয়ার সময় নিঁখোজ হয়। দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যে বিধ্বস্ত এফ-৩৫ জেট বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ।
নিখোঁজ হওয়ার আগেই পাইলট ককপিট থেকে নিরাপদে বের হয়ে অবতরণ করতে সক্ষম হন। বিমানটি খুঁজে পেতে তৎপরতা শুরু করে মার্কিন প্রশাসন। এক্ষেত্রে সাধারণ মানুষের সাহায্যও চাওয়া হয়।
বিমানটির নির্মাতা লকহিড মার্টিন্সের দাবি, এফ-থার্টি ফাইভ মডেলের যুদ্ধবিমানটি রাডারের মাধ্যমেও শনাক্ত করা প্রায় অসম্ভব। সূত্র: সিএনএন
বিভি/এমআর
মন্তব্য করুন: