ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়েছে ইরান
গাজার আল-শিফা হাসপাতালে জিম্মিদের রাখা ও টানেল থাকার প্রমাণ মিলেছে বলে ইসরাইল যে দাবি করেছে তার সত্যতা অস্বীকার করেছে হামাস। ইসরাইলের সাথে আরব দেশগুলোকে রাজনৈতিক সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়েছে ইরান। আর লোহিত সাগরে হুতিদের জব্দ করা জাহাজের মালিকানা অস্বীকার করেছে ইসরাইল।
৭ অক্টোবর থেকে এপর্যন্ত ১৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যার পরও ৪৫ দিন ধরে বর্বর হামলা জারি রেখেছে ইসরাইলি বাহিনী। ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের জরিপের তথ্যমতে, নিহত হয়েছে অন্তত ১৫ হাজার।
মানবাধিকার সংস্থাটির আশঙ্কা, এই সংখ্যা ২০ হাজারের বেশি হতে পারে। এমন পরিস্থিতিতে গাজার আল-শিফা হাসপাতালে নজিরবিহীন বর্বরতা চালানোর পর এর যৌক্তিকতা তুলে ধরতে নতুন গল্প সামনে হাজির করেছে ইসরাইল।
নিরাপত্তা ক্যামেরার ভিডিও প্রকাশ করে তাদের দাবি, হামাসের হাতে জিম্মিদের কয়েকজনকে হাসপাতালটিতে নেওয়া হয়েছিলো। এমনকি সেখানে হত্যা করা হয়েছে ইসরাইলের এক সেনাকে।
হাসপাতাল চত্ত্বরে হামাসের নিয়ন্ত্রণ কক্ষের সুড়ঙ্গ পাওয়া গেছে। হামাসের সংবাদ সম্মেলনে তথ্যগুলো নাকচ করে ধন্যবাদ দেয়া হয়েছে লোহিত সাগরে ইসরাইলের জাহাজ জব্দকারী ইয়েমেনের হুতিদের। জাহাজের মালিকানা এমনকি ২৫ ক্রু নিজেদের নয় বলেছে ইসরাইল।
'গ্যালাক্সি লিডার' নামের জাহাজটির নথিপত্রে এর মালিকানা ইসরাইলি এক প্রতিষ্ঠানের। রবিবার বিকালে জব্দ করা জাহাজটি তুরস্ক থেকে ভারতে যাচ্ছিলো।
এদিকে, স্বল্প সময়ের জন্য হলেও ইসরাইলের সাথে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানের ওই অনুষ্ঠান থেকেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতাহ-টু উদ্ভাবনের ঘোষণা এসেছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: