• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

পাকিস্তানে সন্ত্রাসী হামলা: সেনা সদস্যসহ নিহত ১০

প্রকাশিত: ১৫:৪০, ২৬ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
পাকিস্তানে সন্ত্রাসী হামলা: সেনা সদস্যসহ নিহত ১০

ছবি: ডেইলি এক্সেলশিওর

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নৌ বাহিনীর বিমান ঘাঁটিতে হামলা ও সেনা অভিযানের আলাদা ঘটনায় সেনা সদস্যসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। 

পাকিস্তানের নৌ বাহিনীর সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ রাতে সন্ত্রাসীদের হামলা প্রতিরোধ করতে গিয়ে এক নৌ সেনা শহীদ হয়েছেন। ওই হামলায় নিহত হয়েছে অন্তত পাচ হামলাকারী।

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি পিএনএস সিদ্দিকে এই হামলার দায় স্বীকার করেছে দ্য বেলুচিস্তান লিবারেশন আর্মি। বিবৃতিতে বলা হয়েছে, তুরবাতে অবস্থিত ওই বিমান ঘাটিতে চীনা বিনিয়োগের প্রতিবাদে এই হামলা চালিয়েছে তারা।

এদিকে, একইদিন খাইবার পাকতুনখাওয়া প্রদেশের দেরা ইসমাইল খান জেলায় সেনা অভিযানে অন্তত চার সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে।

সেনা সদর থেকে বিবৃতিতে বলা হয়েছে, নিহতরা সেনা সদস্য ও সাধারণ জনগণের ওপর একাধিক হামলায় অভিযুক্ত। ঘটনাস্থল থেকে সন্ত্রাসী তৎপরতায় ব্যবহার করা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করেছে সেনাবাহিনী। সূত্র: দ্য ডন

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2