বিশ্বের সবচেয়ে বড় সাপকে মারা হলো যেভাবে
গহীন বন আমাজনে বিশ্বের সবচেয়ে বড় সাপ গ্রিন অ্যানাকোন্ডা পাওয়ার খবর ছড়িয়ে ছিল ফেব্রুয়ারিতে। কয়েক সপ্তাহের মধ্যেই সেই সাপটিকে গুলি করে মেরেছে শিকারিরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের দক্ষিণাঞ্চলে অবস্থিত আমাজনের বনিতো গ্রামের ফরমোসো নদীতে ২৪ মার্চ গুলিবিদ্ধ মরা অ্যানাকোন্ডা পাওয়া যায়।
বিশেষজ্ঞরা জানান, সাপটি গাড়ির টায়ারের মতো মোটা ছিল। ২৬ ফুট লম্বা ও ৪৪০ পাউন্ড ওজনের সাপটির মাথা ছিল মানুষের মাথার সমান।
বিভি/টিটি
মন্তব্য করুন: