• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ইসরাইলকে আবারও কড়া নির্দেশ আন্তর্জাতিক বিচার আদালতের 

প্রকাশিত: ১৩:৫০, ২৯ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
ইসরাইলকে আবারও কড়া নির্দেশ আন্তর্জাতিক বিচার আদালতের 

গাজায় ত্রাণ সরবরাহে বাধাদানের মধ্য দিয়ে অনাহার পরিস্থিতি তৈরি থেকে ইসরাইলকে বিরত থাকার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। 

বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে জানানো হয়, গাজায় অবাধে ত্রাণ সরবরাহের নিশ্চিতে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে ইসরাইলকে। অনাহার পরিস্থিতি এড়ানোর জন্য ফিলিস্তিনিদের মৌলিক খাদ্য চাহিদা পূরণে গাজায় খাদ্য, পানি, বিদ্যুতসহ মানবিক সহায়তা সরবরাহে বাধা দেওয়া যাবে না। 

এর আগে গাজাবাসীর দুর্দশার গুরুতর চিত্র তুলে ধরে অনাহার ও দুর্ভিক্ষের সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ খাদ্য কর্মসূচি। বলা হয়েছে, চরম খাদ্য সংকটে গুরুতর মানবিক বিপর্যয়ে পড়তে যাচ্ছে উত্তর গাজার ৭০ শতাংশ অধিবাসী। সেইসাথে, শিশুদের পুষ্টিহীনতা নিয়েও সতর্ক করেছে সংস্থাটি। জানানো হয়েছে, বর্তমানে গাজায় দুই বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রতি তিনজনের একজন চরম পুষ্টিহীনতায় ভুগছে। 

বিভি/টিটি

মন্তব্য করুন: