• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

জাতিসংঘ সংস্থায় ফিলিস্তিনিদের জন্যে আবারও অর্থ দেবে জাপান

প্রকাশিত: ২২:২৩, ২৯ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
জাতিসংঘ সংস্থায় ফিলিস্তিনিদের জন্যে আবারও অর্থ দেবে জাপান

ছবি: ফাইল ফটো

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য পুনরায় অর্থায়ন করার প্রস্তুতি নিচ্ছে জাপান। এই অর্থায়ন হবে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থীবিষয়ক সংস্থায় (ইউএনআরডব্লিউএ)। বৃহস্পতিবার (২৮ মার্চ) টোকিওতে ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনীর সঙ্গে জাপানের মন্ত্রী ইয়োকো কামিকাওয়ার সাক্ষাতের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

জাপানি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, গত জানুয়ারিতে স্থগিত করা তহবিল পুনরায় চালু করা হবে। এপ্রিলের প্রথমার্ধে এ অর্থায়ন শুরু করা হবে বলে আশা করা হচ্ছে।

চলতি মাসে অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন এবং অন্যান্য দেশ জাতিসংঘে ফিলিস্তিনিদের জন্য আবার তাদের সাহায্য দেয়া শুরু করছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানে ইউএনআরডব্লিউএর কয়েকজন কর্মী জড়িত ছিলো।  ইসরায়েলের এই অভিযোগের পর  ব্রিটেন, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডাসহ ইউরোপের অনেক দেশ ইউএনআরডব্লিউএতে তাদের সাহায্য স্থগিতের ঘোষণা দেয়। সূত্র: আল জাজিরা  

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2