• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

ইরানের হামলার মধ্যেই ইসরায়েলকে নতুন শর্ত

প্রকাশিত: ২২:০২, ১৪ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ইরানের হামলার মধ্যেই ইসরায়েলকে নতুন শর্ত

ছবি: ইসমাঈল হানিয়াহ

ইরানের হামলার মধ্যেই ইসরায়েলকে নতুন শর্ত দিয়েছে হামাস। গাজা থেকে সেনা প্রত্যাহারের লিখিত প্রতিশ্রুতি চেয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। ইসরায়েলের কাছে হামাস দাবি করেছে- ইসরাইল একটি স্পষ্ট ও লিখিত প্রতিশ্রুতি দেবে যে তারা যুদ্ধবিরতির তিন ধাপের দ্বিতীয় ধাপে গোটা গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেবে।

শনিবার (১৩ এপ্রিল) হামাস বলেছে, তারা মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের কাছে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া পেশ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মিশরীয় কর্মকর্তা বলেছেন, হামাস একটি ব্যাপক ও পর্যায়ক্রমে চুক্তি চায়। এর মধ্যে রয়েছে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে সকল ইসরায়েলি বন্দীদের মুক্তির চুক্তি।

সূত্র: আলজাজিরা
 

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2