• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

আফগানিস্তানে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ৩৩ জনের মৃত্যু

প্রকাশিত: ০০:২৭, ১৫ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
আফগানিস্তানে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ৩৩ জনের মৃত্যু

ছবি: আরব নিউজ

ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় আফগানিস্তানে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানিয়েছে। রবিবার বিভাগের মুখপাত্র জনান সায়েক জানান, শুক্রবার থেকে বৃষ্টির কারণে আকস্মিক বন্যা হয়েছে। এর ফলে প্রচুর মানবিক ও আর্থিক ক্ষতি হয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বন্যায় ৩৩ জনের মৃত্যু এবং ২৭ জন আহত হয়েছেন। এছাড়া প্রায় ৬০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এ কারণে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে ছাদ ধসে। এছাড়া ২০০টি গবাদি পশু মারা গেছে। প্রায় ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) রাস্তা ধ্বংস হয়েছে এবং প্রায় ৮০০ হেক্টর (১,৯৭৫ একর) কৃষি জমি বন্যায় ভেসে গেছে। 

দেশের ৩৪ প্রদেশের মধ্যে ২০টিতে প্রবল বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে পশ্চিম ফারাহ, হেরাত, দক্ষিণ জাবুল এবং কান্দাহার বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। সূত্র: আল জাজিরা

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2