• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

মধ্যপ্রাচ্য ধ্বংসাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে: গুতেরেস

প্রকাশিত: ০৮:২৭, ১৫ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
মধ্যপ্রাচ্য ধ্বংসাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে: গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্য একটি ধ্বংসাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। যৌথভাবে সবাই দায়িত্ব নিলে এ অঞ্চলকে যুদ্ধের মুখ থেকে ফিরিয়ে আনা সম্ভব বলেও মনে করেন তিনি। 

রবিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি সভার শুরুতে দেওয়া ভাষণে গুতেরেস এ কথা বলেন। ইসরাইলের অনুরোধে ইরানের হামলা নিয়ে আলোচনা করতে এ সভার আয়োজন করা হয়। 

এসময় গুতেরেস বলেন, মধ্যপ্রাচ্যে এরইমধ্যে গাজাবাসীকে চরম মূল্য দিতে হচ্ছে। সামরিক পক্ষগুলোকে সংঘাতে জড়িয়ে যাওয়ার মতো পরিস্থিতি এড়িয়ে যাওয়া উচিৎ। ইরান-ইসরাইল ও গাজা সংঘাত যাতে আবার উসকে না যায়, সেজন্য সবাইকে সক্রিয়ভাবে দায়িত্বপালন করতে হবে। গুতেরেস মনে করেন, এখনই সময় সবাইকে খাদের কিনার থেকে ফিরিয়ে আনার। 

গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি সব জিম্মির নিঃশর্ত মুক্তি এবং ত্রাণ সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিৎ বলেও মনে করেন জাতিসংঘ মহাসচিব। সভায় নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত ইরান ও ইসরাইলের রাষ্ট্রদূত।

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2