• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে শীর্ষ মাওবাদী নেতাসহ নিহত ২৯ 

প্রকাশিত: ২২:১০, ১৬ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে শীর্ষ মাওবাদী নেতাসহ নিহত ২৯ 

ভারতের ছত্তিশগড়ে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের ভয়াবহ সংঘর্ষে শীর্ষ মাওবাদী নেতাসহ ২৯ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। একে-৪৭, ইনসাস রাইফেলসহ বিপুল পরিমাণ মারণাস্ত্র উদ্ধার করা হয়।  

এনডিটিভি জানায়, মঙ্গলবার বিকালে কাঙ্কের জেলায় এ সংঘর্ষ হয়। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলে ছত্তিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং বিএসএফের যৌথ বাহিনীর মধ্যে।

বিনাগুন্ডা গ্রামের কাছে গভীর বনে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও বর্ডার সিকিউরিটি ফোর্সের যৌথ অভিযানে তিন নিরাপত্তা কর্মী আহত হন। 

আহত তিনজনের মধ্যে দুজন বিএসএফের সদস্য। তাদের অবস্থা স্থিতিশীল। তবে তৃতীয় জন যিনি ডিআরজির সদস্য তার অবস্থা গুরুতর। তিনজনই একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তাদের বড় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গতবছর নভেম্বরেও রাজ্যটিতে বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ হয়েছিল। তবে একসঙ্গে এত বেশি মাওবাদী নিহত হওয়ার ঘটনা ঘটল বহুদিন পর।

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2