• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত পর্যায়ের পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি’

প্রকাশিত: ১৭:৫৯, ২০ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
‘ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত পর্যায়ের পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি’

ছবি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান

ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত পর্যায়ের পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, ইসরায়েল স্বার্থবিরোধী কাজ করলে, ইরান তার তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে মার্কিন সংবাদ মাধ্যমে বলা হয়, ইরানে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইরান তা অস্বীকার করে বলেছে মিসাইল নয়, ড্রোন হামলা ছিলো এবং তা ভূপাতিত করা হয়েছে। ওই হামলার প্রতিক্রিয়ায় ইরানের মন্ত্রী আমির আবদুল্লাহিয়ান এ সতর্কবাণী উচ্চারণ করেন। 

তবে ইসরায়েলের হামলার খবর প্রকাশ হবার কয়েক ঘণ্টা পর একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে প্রতিশোধ নেয়ার কোনও পরিকল্পনা নেই ইরানের। 

এর আগে ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে মিসাইল হামলা চালায় ইসরায়েল। প্রতিশোধ হিসেবে ইরান গেলো শনিবার রাতভর ইসরায়েলে শত শত ড্রোন ও মিসাইল হামলা চালায়। সূত্র: রয়টার্স

বিভি/এমআর

মন্তব্য করুন: