• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এলন মাস্কের ভারত সফর স্থগিতের কারণ

প্রকাশিত: ২২:০৮, ২০ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
এলন মাস্কের ভারত সফর স্থগিতের কারণ

ছবি: এলন মাস্ক

শেষ মুহূর্তে নির্ধারিত ভারত সফর স্থগিত করেছেন সাবেক টুইটার বর্তমানে এক্সের মালিক ও বর্তমানে টেক দুনিয়ার হার্টথ্রব এলন মাস্ক। টেসলায় বিভিন্ন ধরনের কাজের ব্যস্ততার কারণে একেবারে শেষ মুহূর্তে সফর স্থগিত করেছেন জানিয়ে তিনি বলেন, চলতি বছরের শেষের দিকে তিনি ভারত সফরের প্রত্যাশা করছেন।

লোকসভার নির্বাচনের মাঝেই রবিবার ভারতে পৌঁছানোর কথা ছিলো মাস্কের। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক ও ভারতে টেসলার বিনিয়োগ নিয়ে প্রাথমিক আলোচনা করার কথা ছিলো তার। কিন্তু নির্ধারিত সময়ের একদিন আগে এক্সে দেওয়া বার্তায় টেসলার এই প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, ‘দুর্ভাগ্যবশত টেসলায় ব্যাপক কাজ জমে যাওয়ায় ভারত সফর পিছিয়ে দিতে হচ্ছে। তবে আমি চলতি বছরের শেষের দিকে ভারতে যাওয়ার জন্য অত্যন্ত মুখিয়ে আছি।’

এর আগে গত ১০ এপ্রিল এক্সে দেওয়া পোস্টে মাস্ক বলেছিলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাতের জন্য উন্মুখ রয়েছি!’

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিলো, নয়াদিল্লি সফরে মাস্ক ২ থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেবেন বলে প্রত্যাশা করা হয়েছিলো। বিশেষ করে ভারতে টেসলার একটি কারখানা তৈরি করবেন তিনি। নয়া দিল্লিতে বেশ কয়েকটি মহাকাশ স্টার্টআপের কর্মকর্তাদের সাথে ইলন মাস্ক বৈঠক করবেন বলেও প্রত্যাশা করা হচ্ছিলো। সূত্র: রয়টার্স

বিভি/এমআর

মন্তব্য করুন: