• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

গাজায় ইসরাইলি হামলায় ৪৫ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত: ১৩:২৯, ২২ জুন ২০২৪

ফন্ট সাইজ
গাজায় ইসরাইলি হামলায় ৪৫ ফিলিস্তিনি নিহত

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাসহ বিভিন্ন স্থানে ইসরাইলি বোমাবর্ষণে অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে, লেবাননকে আরও একটি গাজায় পরিণত হতে দেওয়া যাবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 

শুক্রবার (২১ জুন) রাফার আল-মাওয়াসি এলাকায় হত্যাযজ্ঞ চালায় ইসরাইলি বাহিনী। সেখানে তাবুর মধ্যে সেনারা ট্যাংক দিয়ে হামলা চালালে ২৫ ফিলিস্তিনি নিহত এবং ৫০ জন আহত হন। খান ইউনিসে দখলদারদের হামলায় পিতা পুত্রসহ নিহত হয়েছেন তিন জন।

এদিকে, গাজা সিটির সাতি শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ১০ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। ওই দিন শহরটির একটি বাড়িতে ইসরাইলি হামলায় হত্যার শিকার হয় আরো ৫ ফিলিস্তিনি। অন্যদিকে, ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, এই অঞ্চলের জনগণ এবং বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না।

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2