• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউক্রেনের সাথে আলোচনায় বসতে আগ্রহী রাশিয়া

প্রকাশিত: ১৬:৩০, ৩ আগস্ট ২০২৪

আপডেট: ১৬:৩২, ৩ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
ইউক্রেনের সাথে আলোচনায় বসতে আগ্রহী রাশিয়া

সম্মুখ রণাঙ্গনে যুদ্ধের তীব্রতা যখন বাড়ছে, সে সময় ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছে রাশিয়া। সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ জানান, যুদ্ধ থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে আলোচনাকেই অগ্রাধিকার দেয় রাশিয়া। আলোচনার টেবিলে বসতে উন্মুক্ত মানসিকতা পোষণ করছে তারা। তবে সে ক্ষেত্রে রাশিয়ার স্বার্থকে প্রাধান্য দিতে হবে, বলেন পেস্কভ। 

এ প্রসঙ্গে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা বলেন, ইউক্রেন সংকট নিরসনে তৎপর সব পক্ষের সাথে সমন্বয় করতে আগ্রহী রাশিয়া। সমঝোতার ক্ষেত্রে রাশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও যুদ্ধের বর্তমান বাস্তবতাকে আমলে নিতে হবে বলে জানান তিনি। 

এদিকে শুক্রবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শেষ সপ্তাহে ইউক্রেনের সেনাদের হটিয়ে নতুন করে দোনেৎস্কের ৫টি অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। এই সময়ে ইউক্রেনের বিভিন্ন সেনা ও সামরিক অবস্থানে ১১টি বড়সড় হামলা চালানো হয়। 

এছাড়া গত সপ্তাহে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের একটি মিগ-টুয়েন্টি নাইন যুদ্ধবিমান, একটি এসইউ-টুয়েন্টিফাইভ যুদ্ধবিমান, ৩৭৫টি ড্রোন ভূপাতিত করে বলে জানিয়েছে মন্ত্রণালয়। একই সাথে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা তিনটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ইউক্রেনীয় সেনাবাহিনীর তিনটি রাডার ব্যবস্থা ধ্বংসের কথা জানিয়েছে রাশিয়া। 
 

বিভি/এইচজে

মন্তব্য করুন: