ফোন করে আইনপ্রনেতাদের হয়রানি, ১৩ মাসের কারাদণ্ড
ছবি: মার্কিন কংগ্রেস
যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের হয়রানি করতে ১২ হাজারের বেশি ফোন করার দায়ে একজনকে ১৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে, কারাভোগ শেষে অন্তত তিন বছর তাকে নজরদারিতে রাখারও নির্দেশ দেয়া হয়েছে।
গত বছরের নভেম্বরে নিউইয়র্কের কুইন্সে গ্রেফতার হওয়া আদি সেলিম লিলিকে এবছরের মে মাসে দোষী সাব্যস্ত করেছিলো আদালত। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রায় ঘোষণার সময় তাকে ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়।
বিচারক টিমোথি ক্যালি জানান, মার্কিন কংগ্রেসের একজন কর্মচারিকে হত্যার হুমকি এবং চুয়ান্ন জন কংগ্রেসম্যানকে ফোনে হয়রানি করেছেন সেলিম। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের নভেম্বরের মধ্যে কংগ্রেসম্যানদের হয়রানি করতে এক হাজার দুইশ' বারের বেশি ফোন করেছেন তিনি।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে একজন কংগ্রেসম্যনকেই মাত্র দুইদিনে ফোন করেছেন পাঁচশ' বারের বেশি। ফোনে ভয় ভীতি দেখাতে বোমা আর গ্রেনেড হামলার হুমকি দিতেন। এমনকি হত্যার হুমকিও দিয়েছেন অনেককে। সূত্র:
বিভি/এমআর
মন্তব্য করুন: