• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ক্যানসারমুক্ত ব্রিটিশ রাজবধূ কেট

প্রকাশিত: ২৩:১৯, ৯ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ক্যানসারমুক্ত ব্রিটিশ রাজবধূ কেট

ছবি: কেট মিডলটন

ক্যানসারমুক্ত হয়েছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। সোমবার (৯ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন কেট নিজেই। তিনি জানিয়েছেন, কেমোথেরাপি নেওয়ার মাধ্যমে তিনি এখন ক্যানসার মুক্ত। কেট জানান, ‘‘গত ৯ মাস আমার এবং পরিবারের জন্য ‘ভয়ংকর’ এবং ‘খুবই কঠিন’ সময় ছিলো। প্রতিরোধমূলক কেমোথেরাপির মাধ্যমে ক্যানসার মুক্ত হওয়ায় এখন আমরা নির্ভার।”

তিনি বলেন, এখন কীভাবে বাকি জীবন ক্যানসারমুক্ত থাকা যায় সেটির উপর নজর রাখবেন। আর ক্যানসার থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার পথটি দীর্ঘ ও কঠিন হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

চলতি বছরের ২৩ মার্চ কেট মিডলটন জানিয়েছিলেন তিনি ক্যানসারে আক্রান্ত। ওই সময় তিনি বলেন, ‘এটি একটি বিশাল ধাক্কা হিসাবে এসেছে এবং উইলিয়াম যা যা করা দরকার করছে এবং পরিস্থিতিকে যেভাবে মোকাবিলা করা দরকার আমাদের এই কমবয়সী পরিবারের জন্য, তাই করছি’। সূত্র: দ্য গার্ডিয়ান

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2