টিভি বিতর্ক চান না ডোনাল্ড ট্রাম্প, ফের প্রস্তাব কমলা হ্যারিসের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে আর কোনো টিভি বিতর্কে অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একে আমলে না নিয়ে আরেক দফা বিতর্কে অংশগ্রহণের প্রস্তাব দিয়েছেন প্রতিদ্বন্দ্বি কমলা হ্যারিস।
অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসন শহরে এক জনসভায় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, মঙ্গলবার রাতের টেলিভিশন বিতর্কে কমলাকে যুক্তিতর্কে ধরাশাই করেছেন। ট্রাম্পের অভিযোগ, অস্ত্র নিয়ন্ত্রণ আর কর অবকাশ নিয়ে কমলা ব্যাপক মিথ্যাচার করেছেন। নির্বাচিত হলে কর্মজীবীদের ওভারটাইমে অর্জিত অর্থের ওপর থেকে কর প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
জানান, ৫ নভেম্বরের নির্বাচনের আগে আর কোনো টিভি বিতর্কে অংশ নেবেন না। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালেও এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ট্রাম্প।
যদিও একে গুরুত্ব না দিয়ে আরেক দফা বিতর্কের ইচ্ছা প্রকাশ করেছেন কমলা। নর্থ ক্যারোলাইনার শার্লটে অনুষ্ঠিত জনসভায় বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা দাবি করেন, সাম্প্রতিক বিতর্কে জয় হয়েছে তারই। তাই জনগণ আরেকটি বিতর্ক দেখতে চায়। আগাম গর্ভপাতে নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহারসহ নারীদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে মধ্যবিত্তদের দুর্দশা লাঘবে ভোটারদের সমর্থন চেয়েছেন তিনি।
বিভি/টিটি
মন্তব্য করুন: