হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় অভিনন্দন জানালেন হামাস প্রধান
ছবি: ইয়াহিয়া সিনওয়ার
প্রতিরক্ষা ব্যবস্থার অহংকার আয়রন ডোমকে ফাঁকি দিয়ে গেলো রবিবার (১৫ সেপ্টেম্বর) মধ্য ইসরাইলে একটি বিরল ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনে হুথি বিদ্রোহীরা। এই সাফল্যে সোমবার (১৬ সেপ্টেম্বর) হুথি প্রধান আব্দুল মালিক আলকে অভিনন্দন জানিয়েছেন হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার।
অভিনন্দন বার্তায় সিনওয়ার বলেছেন, ‘সব স্তর এবং প্রতিরক্ষা এবং বাধাকে অতিক্রম করে শত্রু সত্ত্বার গভীরে আপনি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। এ সাফল্যের জন্য আপনাকে অভিনন্দন জানাই।’
ইয়াহিয়া সিনওয়ার আরও বলেন, আমরা নিজেদেরকে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের লড়াইয়ের জন্য প্রস্তুত করেছি যা শত্রুর রাজনৈতিক ইচ্ছাকে ভেঙে ফেলবে। তিনি বলেন, ইরাক, লেবানন এবং ইয়েমেনে ইরান-সম্পর্কিত গোষ্ঠীগুলি ইসরাইলকে পরাজিত করবে।
রবিবারের হুথি হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন।
বিভি/এমআর
মন্তব্য করুন: