• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

প্রেসিডেন্ট হিসেবে কমলাকেই পছন্দ পুতিনের

প্রকাশিত: ১৯:৩৪, ৫ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
প্রেসিডেন্ট হিসেবে কমলাকেই পছন্দ পুতিনের

ছবি: ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে পছন্দ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের। আর কারো প্রতি সমর্থন নেই চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এর। এদিকে, সবশেষ জরিপে দেখা গেছে শতকরা ৪৯ ভাগ ভোটার ঝূঁকে আছেন কমলা হ্যারিসের দিকে মাত্র এক শতাংশ কম অর্থাৎ ৪৮ শতাংশ ভোটারের সমর্থন ডোনাল্ড ট্রাম্পের প্রতি। 

সোমবার (৪ নভেম্বর) প্রকাশিত অনলাইন ভিত্তিক ওই জরিপটিতে দেখা যায়, কমলা হ্যারিসকে সমর্থন করছেন ৪৯ শতাংশ ভোটার। আর ৪৮ শতাংশ ভোটার সমর্থন করছেন ডোনাল্ড ট্রাম্পকে। জরিপের বাইরে বিশ্বনেতারা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কাকে দেখতে চান, তা নিয়েও আছে ব্যাপক আলোচনা।

আল জাজিরার তথ্য মতে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পছন্দে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তবে বিশ্লেষকদের ধারণা, ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের দিকে সমর্থন থাকবে পুতিনের। মার্কিন নির্বাচনে দুই প্রার্থীর কাউকেই প্রকাশ্যে সমর্থন দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্রের সাথে খুব বেশি ভালো সম্পর্ক ছিল না চীনের।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে কোনো প্রার্থীকে সমর্থন করেননি। তবে এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে, তিনি ট্রাম্পের দিকে ঝুঁকেছেন। এদিকে, কমলা হ্যারিসকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান বেশিরভাগ ইউরোপীয় নেতা।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2