• NEWS PORTAL

  • সোমবার, ২৬ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এবার ইউরোপে গ্যাস না দেয়ার হুমকি দিলো কাতার

প্রকাশিত: ১৯:২৬, ২২ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
এবার ইউরোপে গ্যাস না দেয়ার হুমকি দিলো কাতার

ছবি: সাদ আল-কাবি

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশে গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছে কাতার। দেশটির জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবি রবিবার (২২ ডিসেম্বর) ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে  এই হুমকি দেন। তিনি বলেন, ইইউয়ের সদস্য রাষ্ট্রগুলো যদি কঠোরভাবে নতুন আইন প্রয়োগ করে তবে, এই পদক্ষেপ নেবে দেশটি। 

চলতি বছর কর্পোরেট সাসটেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স নামে ইইউ-তে একটি আইন পাস হয়। এর নির্দেশিকায় বলা হয়, ইউরোপীয় ইউনিয়নে কাজ করছে এমন বড় কোম্পানিগুলোর সরবরাহ চেইনে জোরপূর্বক শ্রমের ব্যবহার হচ্ছে বা পরিবেশের ক্ষতি করে কি-না তা পরীক্ষা করা যাবে। কোনও কোম্পানির বিরুদ্ধে এমন অভিযোগের প্রমাণ মিললে ওই কোম্পানির বিশ্বব্যাপী টার্নওভারের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন কাতারএনার্জির প্রধান নির্বাহী সাদ আল-কাবি বলেন, ‘ইউরোপে গিয়ে যদি আমি আমার জেনারেটেড রাজস্বের ৫ শতাংশই হারাই, তবে আমি ইউরোপেই যাবো না।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমি ভয় দেখাচ্ছি না। কাতার এনার্জির জেনারেটেড রেভিনিউ এর ৫ শতাংশ মানে কাতার রাষ্ট্রের জেনারেটেড রেভিনিউ’র ৫ শতাংশ। এটি জনগণের টাকা। আর তাই আমি এই ধরনের টাকা হারাতে পারি না এবং কেউই এই ধরনের টাকা হারানো মেনে নেবে না।’

উল্লেখ্য, বিশ্বের শীর্ষস্থানীয় এলএনজি রফতানিকারক দেশের মধ্যে অন্যতম কাতার। ২০২৭ সাল নাগাদ প্রতি বছর ১৪২ মিলিয়ন টন তরলীকরণ ক্ষমতা প্রসারিত করার পরিকল্পনা করেছে কাতার, বর্তমানে যা ৭৭ মিলিয়ন টন।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2