• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

যে দেশে এই প্রথম কোরআন অবমাননায় মামলা 

প্রকাশিত: ২১:৩৯, ২৫ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
যে দেশে এই প্রথম কোরআন অবমাননায় মামলা 

ছবি: ফাইল ফটো

কোরআন অবমাননায় এই প্রথম মামলা হয়েছে ডেনমার্কে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানী কোপেনহেগেনের একটি আদালতে দুই ব্যক্তিকে অভিযুক্ত করে এই মামলা করা হয়েছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা গত জুন মাসে কোপেনহেগেনে একটি জনসমাগমপূর্ণ স্থানে পবিত্র কোরআনের অবমাননার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। ডেনমার্কের জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে এই সংবাদ। তবে কোপেনহেগেনের কোন আদালতে মামলা হয়েছে এবং অভিযুক্তদের নাম-পরিচয় গোপন রেখেছে সংবাদমাধ্যমগুলো।

২০২৩ সালের জুন-জুলাই মাসে ডেনমার্কে একাধিক কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। তবে দেশটির প্রচলিত আইনে এ ধরনের তৎপরতা অপরাধের তালিকাভুক্ত না হওয়ায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা সে সময় সম্ভব হয়নি। তবে বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও সমালোচনার মুখে ২০২৩ সালের ৭ ডিসেম্বর একটি আইন পাস করে ডেনমার্কের পার্লামেন্ট। তারই ধারাবহিকতায় এই মামলাটি করা হয়েছে। সূত্র: 

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2