• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবার ৬০ কোটি টাকায় যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের সুযোগ

প্রকাশিত: ১১:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:৪৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
এবার ৬০ কোটি টাকায় যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের সুযোগ

ছবি: সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই অভিবাসী প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করেন তিনি। সম্প্রতি, ট্রাম্প অভিবাসন নীতিতে নতুন একটি পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন। এই পরিকল্পনার আওতায় ৫০ লাখ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি ৫৯ লাখ টাকার বিনিময়ে মার্কিন নাগরিকত্ব লাভের সুযোগ প্রদান করবেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ধনী অভিবাসীদের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে একটি গোল্ড কার্ড ব্যবস্থা চালু করতে যাচ্ছেন। এই গোল্ড কার্ড তাদের স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেবে এবং আমেরিকান নাগরিকত্ব অর্জনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

ট্রাম্প বলেন, তারা একটি গোল্ড কার্ড বিক্রি শুরু করবেন। এই কার্ডটির মূল্য হবে প্রায় ৫ মিলিয়ন ডলার। এটি গ্রিন কার্ডের সুবিধা প্রদান করবে এবং একইসাথে আমেরিকার নাগরিকত্ব অর্জনের পথ খুলে দেবে। ধনী ব্যক্তিরা এই কার্ডটি কিনে তাদের দেশে আসতে পারবেন।

যারা যুক্তরাষ্ট্রের ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী, তাদের জন্য ইবি-৫ প্রোগ্রাম গ্রিন কার্ড প্রদান করা হয়। এই প্রোগ্রামের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা মার্কিন ব্যবসায় বড় অঙ্কের অর্থ বিনিয়োগ বা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পান। ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, তিনি ইবি-৫ প্রোগ্রামটি পরিবর্তন করে গোল্ড কার্ড চালু করবেন। তার মতে, এই পদক্ষেপটি দেশের জাতীয় ঋণ পরিশোধে দ্রুত সহায়তা করতে সক্ষম হবে। 

তিনি আরও বলেন, এটি  কিছুটা গ্রিন কার্ডের মতো, তবে অনেক বেশি সুবিধা প্রদান করবে। এটি নাগরিকত্বের পথ তৈরি করবে, মূলত ধনী বা অত্যন্ত প্রতিভাবান ব্যক্তিদের জন্য। তারা যুক্তরাষ্ট্রে আসার জন্য মূল্য পরিশোধ করবে। কোম্পানিগুলো লোকজনকে এখানে নিয়ে আসার জন্য অর্থ দেবে, যাতে তারা এ দেশে দীর্ঘমেয়াদে থাকতে পারে।

ট্রাম্প বলেন, তারা সমৃদ্ধ হবে, সফল হবে। তারা অনেক টাকা খরচ করবে, অনেক কর প্রদান করবে। অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। তিনি মনে করেন, এটি খুবই সফল হবে।

ট্রাম্প আশা করছেন, কমপক্ষে ১০ লাখ গোল্ড কার্ড বিক্রি হবে। তিনি জানান, দুই সপ্তাহের মধ্যে এই পরিকল্পনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী প্রোগ্রাম মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা-ইউএসসিআইএস দ্বারা পরিচালিত হয়। ১৯৯০ সালে এই প্রোগ্রামটি শুরু করা হয়, যার উদ্দেশ্য বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং মূলধন বিনিয়োগের মাধ্যমে মার্কিন অর্থনীতির উন্নয়ন করা।

বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক গত মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ইবি-৫ প্রোগ্রামটি সম্পূর্ণরূপে অকার্যকর, অবাস্তব এবং প্রতারণায় পরিপূর্ণ ছিল। এটি কম দামে গ্রিন কার্ড পাওয়ার একটি উপায় ছিল। তাই প্রেসিডেন্ট বলেছেন, এই হাস্যকর ইবি-৫ প্রোগ্রামেকে বন্ধ করে দেবেন এবং এর জায়গায় গোল্ড কার্ড চালু করবেন।

বিশ্বের বিভিন্ন দেশে ধনী ব্যক্তিদের জন্য ভিসার সুবিধা রয়েছে। পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স জানায়, পৃথিবীজুড়ে ১০০টিরও বেশি দেশ গোল্ডেন ভিসা  প্রোগ্রাম অফার করে, যার মধ্যে যুক্তরাজ্য, স্পেন, গ্রিস, মাল্টা, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইতালির মতো দেশও অন্তর্ভুক্ত।

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2