• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

হন্ডুরাসে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২

প্রকাশিত: ২১:১৭, ১৮ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
হন্ডুরাসে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২

ছবি: সংগৃহীত

হন্ডুরাস দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত রোয়াটান দ্বীপ থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর ক্যারিবিয়ান উপকূলে বিধ্বস্ত হয়েছে একটি বিমান। এতে ১৭ জন যাত্রীর মধ্যে ১২ জনই নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় সোমবার (১৭ মার্চের) এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

কর্তৃপক্ষ জানায়, জেটস্ট্রিম এয়ারক্রাফ্ট নামের এ বিমানটি যাত্রা শুরু করে ১৪ জন যাত্রী ও ৩ জন ক্রু নিয়ে। কিছুক্ষণ পরই এটি উপকূল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।

জরুরি বিভাগ খবর পেয়ে উদ্ধার কাজে নামে। বাকি যাত্রীরা গুরুতর আহত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। তবে এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ।

মার্কিন ও ফরাসি নাগরিক ছিলেন যাত্রীদের মধ্যে। হতাহতদের মধ্যে ২ শিশুও রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2