• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ট্রাম্প প্রশাসনের বাজেট কাটছাঁট ঠেকাতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা

প্রকাশিত: ১১:৩০, ২২ এপ্রিল ২০২৫

আপডেট: ১১:৩০, ২২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ট্রাম্প প্রশাসনের বাজেট কাটছাঁট ঠেকাতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা

ছবি: সংগৃহীত

এবার ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত কয়েক বিলিয়ন ডলারের বাজেট ছাঁটাই ঠেকাতে ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। খবরটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মামলাটি কয়েকটি সাম্প্রতিক ঘটনার ধারাবাহিকতায় সামনে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের কিছু দাবির বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই এই মামলার সূত্রপাত ঘটে।

এই দাবিগুলো ছিল মূলত বিশ্ববিদ্যালয়ে বৈচিত্র্যবিষয়ক উদ্যোগ সীমিত করা ও ইহুদি বিরোধিতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে। তবে, ট্রাম্প প্রশাসনের দাবির প্রেক্ষিতে হার্ভার্ড জানিয়েছিল, তারা আইন মেনে চলবে ও বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক অধিকার থেকে কোনোভাবেই সরে আসবে না।

এর আগে গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ডের ২.২ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল বরাদ্দ স্থগিত করেন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের করমুক্ত সুবিধা বাতিলের হুমকিও দেন তিনি।

এদিকে, হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান এম. গার্বার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উদ্দেশে এক চিঠিতে লেখেন, সরকারের বাড়াবাড়ি রকমের হস্তক্ষেপের পরিণতি হতে পারে অত্যন্ত ক্ষতিকর ও দীর্ঘমেয়াদে ভয়াবহ প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র হ্যারিসন ফিল্ডস বলেন, হার্ভার্ডের মতো বড় শিক্ষাপ্রতিষ্ঠান বহু বছর ধরে সরকারি সাহায্যের নামে বিপুল অঙ্কের অর্থ পেয়ে এসেছে, যা আসলে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে এসেছে। তিনি বলেন, এই আর্থিক সহায়তা এখন আর আগের মতো চলবে না। ফেডারেল ফান্ডিং কোনো অধিকার নয়, বরং একটি বিশেষ সুযোগ। হার্ভার্ড সেই সুযোগ পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হয়েছে।

এবার গার্বার বলেন, এই অর্থ বন্ধ হওয়ার কারনে শিশুদের ক্যান্সার, অ্যালঝেইমার ও পারকিনসন রোগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ গবেষণাগুলোর উপর নেতিবাচক প্রভাব পড়েছে।

হার্ভার্ডের মামলায় বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফেডারেল সরকার একাধিক আক্রমণ পরিচালনা করেছে, যার উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ গবেষণা সহযোগিতাগুলোর পথ রুদ্ধ করা। মামলার আবেদনে আরও উল্লেখ করা হয়, সরকার পরিকল্পিতভাবে তহবিল স্থগিত রেখে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করছে।

তহবিল ছাড়াও সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্র ভর্তির সক্ষমতা কমানোর হুমকিও দিয়েছে ট্রাম্প প্রশাসন। হার্ভার্ড ছাড়াও অন্যান্য প্রাইভেট আইভি লিগ বিশ্ববিদ্যালয়গুলো, যেমন কর্নেল ইউনিভার্সিটির ১ বিলিয়ন ডলার ও ব্রাউন ইউনিভার্সিটির ৫১০ মিলিয়ন ডলার তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এই তহবিলগুলো মূলত নতুন বৈজ্ঞানিক উদ্ভাবনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতো।

এদিকে, ফিলিস্তিনপন্থি প্রতিবাদের মূল কেন্দ্র কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় সরকারের হুমকির পর ৪০০ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা হারানোর আশঙ্কায় কিছু শর্ত মেনে নিতে বাধ্য হয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সরকারের দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ও ভর্তি সম্পর্কিত তথ্য একটি সরকার অনুমোদিত তৃতীয় পক্ষের অডিট প্রতিষ্ঠান দ্বারা মূল্যায়ন করা হোক। তবে, এই প্রস্তাবটি নাকচ করে চিঠি পাঠিয়েছে হার্ভার্ড।

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2