ইরানের শহীদ রাজী বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪, আহত ৭৫০

ছবি: সংগৃহীত
ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসের শহীদ রাজী বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জন। আহত আরও ৭৫০।
শনিবার (২৬ এপ্রিল) ইরানের রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক বন্দরে এ বিস্ফোরণ ঘটে।
প্রাথমিকভাবে বন্দরে থাকা রাসায়নিক পদার্থের কন্টেইনার বিস্ফোরণ ঘটে। এর পর আগুন চাদিকে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কয়েক ঘন্টা পরে হেলিকপ্টার নিয়ে আগুনের উপর পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়।
ঘটনাস্থল পরিদর্শনের পর বন্দরটিতে এবং এর আশেপাশের এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইরান কর্তৃপক্ষ। শহীদ রাজীতে কন্টেইনারে রাসায়নিকের দুর্বল মজুদকে বিস্ফোরণের জন্য দায়ী করেছেন ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফরি।
ঘটনার কারণ জানতে অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বিভি/এআই
মন্তব্য করুন: