• NEWS PORTAL

  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ট্রাম্পের ঘোষণার পরও কম্বোডিয়া সীমান্তে থাইল্যান্ডের বোমাবর্ষণ 

প্রকাশিত: ১০:১৮, ১৩ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ট্রাম্পের ঘোষণার পরও কম্বোডিয়া সীমান্তে থাইল্যান্ডের বোমাবর্ষণ 

ছবি: বিবিসি

থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত এলাকায় সব ধরনের গোলাবর্ষণ বন্ধ করতে সম্মত হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই আবারও কম্বোডিয়া সীমান্তে বোমাবর্ষণ চালিয়েছে থাইল্যান্ড। 

স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অভিযোগ করে জানায়, থাই সামরিক বাহিনী দুটি এফ-সিক্সটিন যুদ্ধবিমান ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাতটি বোমা নিক্ষেপ করেছে। হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিলো হোটেল ও সেতু। থাই বাহিনী এখনো বোমাবর্ষণ বন্ধ অব্যাহত রেখেছে বলে অভিযোগ কম্বোডিয়ার। নতুন করে টানা ষষ্ঠ দিনে গড়িয়েছে দুই প্রতিবেশীর রক্তক্ষয়ী সংঘাত। চলতি সংঘাতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষ। 

শুক্রবার (১২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ফের থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত এলাকায় সব ধরনের গোলাবর্ষণ বন্ধ করতে রাজি হয়েছে। দুই দেশের প্রধানের সঙ্গে এক ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে লিখেন, আগের সই হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে ফিরছে দুই প্রতিবেশী। তবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন বলেছেন, ভূমি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2