ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযান, আটক ১৭৫

ছবি: সংগৃহীত
ভারতের জম্মু-কাশ্মীরে চলছে সন্ত্রাসবিরোধী অভিযান। পেহেলগামে হামলায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত আটক করা হয়েছে ১৭৫ জনকে। নিরপেক্ষ তদন্তের দাবি পাকিস্তানের।
বোমাবর্ষণ করে উড়িয়ে দেওয়া হয়েছে আরও একজন সন্দেহভাজন সন্ত্রাসীর বাড়ি। বাড়িটির মালিক পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বাসিন্দা ফারুক আহমেদ তাদওয়া।
এনিয়ে গত ৪৮ ঘন্টায় ধ্বংস করা হয়েছে ৬ সন্দেহভাজনের বাড়ি। জম্মু ও কাশ্মীর হামলার ঘটনায় ভারত, বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে দায়ী করলেও সে দায় অস্বীকার করেছে গোষ্ঠিটি। ভারত এ বিষয়ে মিথ্যাচার করছে বলে জানিয়েছে তারা।
এ হামলার নেপথ্যে কারা তা জানতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তদন্ত পরিচালনায় স্বাধীন এবং তৃতীয় কোনো পক্ষকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুহসিন নকভি।
বিভি/এআই
মন্তব্য করুন: