কাশ্মীরি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা উসকে দিচ্ছে হিন্দু রাইট-উইং সমর্থকরা

ছবি: সংগৃহীত
এবার প্রকাশ্যে কাশ্মীরি মুসলিম নারীদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন সহিংসতা উস্কে দিচ্ছে হিন্দু রাইট-উইং সমর্থকরা। পেহেলগামে হামলার পর, হিন্দু রাইট-উইং আইটি সেল সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ও কাশ্মীরি মুসলিম-বিরোধী প্রচারণা ছড়িয়ে দেওয়ায়, কাশ্মীরি নাগরিক ও ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে ভারতের বিভিন্ন অঞ্চলে সহিংস হামলা বৃদ্ধি পেয়েছে।
এই সপ্তাহে অনেক অনলাইন আক্রমণ ঘটেছে, তবে এবার এটি শুরু করেন বেন ডোভার নামে এক ব্যক্তি। তিনি দিল্লিতে কাশ্মীরি নারীদের উদ্দেশ্য করে একটি বার্তা পোস্ট করে বলেন, কোনো কাশ্মীরি নারী যদি দিল্লিতে অনিরাপদ থাকে, সে তার বাড়িতে রাতে আসতে পারে। তার বাড়িতে সে নিরাপদ থাকবে ও ভালোভাবে তাকে আতিথ্য করা হবে। পাশাপাশি তিনি লেখেন, বিভক্ত ভারত পরাজিত হবে, একত্রিত ভারত বিজয়ী হবে।
পরে তিনি টুইট করে বলেন, তবে তিনি নিশ্চিত নন যে, তার সাথে রাত কাটানোর পর সে বেঁচে থাকবে কি না। তিনি হিজাব পরা নারীদের উদ্দেশে মন্তব্য করে বলেন, এখানে হিজাবি নারীরাই প্রাধান্য পাবে।
ভারতজুড়ে কাশ্মীরি মুসলিমদের প্রতি বাড়তে থাকা সহিংসতার ভেতরই এসব পোস্ট কাশ্মীরি ছাত্র-ছাত্রীদের প্রতি সহায়তার আহ্বানগুলোকে আরও অবজ্ঞা করছে। ফলে, হাজার হাজার কাশ্মীরি ছাত্র-ছাত্রী ভারতের বিভিন্ন শহর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।
এই পোস্টটি ৪,৪০০টিরও বেশি লাইক পেয়েছে, যা প্রমাণ করে যে ভারতে সহিংস মন্তব্যের স্বাভাবিকীকরণ কতটা বিপজ্জনক হয়ে উঠছে। তবে, এসব পোস্টের বিরুদ্ধেও অনেকেই শক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেক মানুষ নারীবিদ্বেষ, ধর্ষণ ও ইসলামোফোবিয়ার মতো মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বিভি/আইজে
মন্তব্য করুন: