• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অবশেষে ফ্রান্সের কাছ থেকে ২৬ রাফায়েল কেনার চুক্তি করলো ভারত

প্রকাশিত: ১৬:৫৫, ২৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:২০, ২৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
অবশেষে ফ্রান্সের কাছ থেকে ২৬ রাফায়েল কেনার চুক্তি করলো ভারত

ফ্রান্সের কাছ থেকে আরও ২৬টি রাফায়েল কিনছে ভারত। যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা হয়েছিল আগেই। সোমবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত চুক্তিতে সই করেছে ভারত।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, ২৬টি বিমান ৬৩ হাজার কোটি রুপি দিয়ে কেনা হচ্ছে। তা তুলে দেওয়া হবে ভারতীয় নৌবাহিনীর হাতে।

সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করায় যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে চলেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর শক্তিবৃদ্ধিকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন স্থানীয় বিশেষজ্ঞরা। 

ভারতের পুরনো আমলের মিগ-২১ বিমানগুলো ধাপে ধাপে বাতিল হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর হাতে ৪২টি ফাইটার স্কোয়াড্রন থাকার কথা। কিন্তু তা এখন ৩২-এ নেমে এসেছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর। ফলে ফ্রান্সের সঙ্গে ২৬টি যুদ্ধবিমানের চুক্তি স্বাক্ষর করে খাতা-কলমে বিষয়টি পাকা করতে মরিয়া নয়াদিল্লি। 

জানা গেছে, এই যুদ্ধবিমানগুলো ব্যবহৃত হবে বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’-এ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ওই যুদ্ধজাহাজে বর্তমানে রাশিয়ার তৈরি মিগ-২৯ যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে। রাফায়েল হাতে পেলে এই যুদ্ধবিমানগুলোকেও ধীরে ধীরে অবসরে পাঠাবে নয়াদিল্লি।

ফ্রান্সের কাছ থেকে এর আগে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনেছিল ভারত। ২০১৬ সালের চুক্তিতে ভারতে আসা সেই যুদ্ধবিমানগুলো ব্যবহার করছে দেশটির বিমান বাহিনী। 

প্রসঙ্গত, কাশ্মীর হামলার পরিপ্রেক্ষিতে ‘শক্তিপ্রদর্শন’ শুরু করেছে ভারতীয় নৌবাহিনী। রবিবারই (২৭ এপ্রিল) তারা আরব সাগরে যুদ্ধজাহাজ থেকে পর পর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে মহড়া দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় নৌবাহিনীর বার্তা, ‘যেকোনো সময়, যেকোনো ভাবে এবং যেকোনো পরিস্থিতিতে শত্রুপক্ষের মোকাবিলা করতে তারা প্রস্তুত’। 

রাফায়েল বিমানের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ভারতের নৌসেনার শক্তি আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2