• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউক্রেনে রক্তক্ষয়ী যুদ্ধ থামানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

প্রকাশিত: ১৭:১৭, ২৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ইউক্রেনে রক্তক্ষয়ী যুদ্ধ থামানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

ছবি: পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশগ্রহণ শেষে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক

আগামী দুই সপ্তাহের মধ্যে ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ধারণা, এজন্য ক্রিমিয়ার মালিকানার দাবি ছাড়তেও আপত্তি করবেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশগ্রহণ শেষে ভ্যাটিকান সিটি থেকে দেশে ফিরে চমকপ্রদ এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নিউজার্সির মোরিস টাউনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দৃঢ় আত্মবিশ্বাসী ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন লক্ষ্য করে হামলা না থামানোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর বিরক্ত হলেও শিগগিরই তিনি আলোচনার টেবিলে বসবেন। আর ইউক্রেন যুদ্ধ থামাতে ধারাবাহিক সমঝোতা প্রক্রিয়া দুই সপ্তাহের মধ্যেই আলোর মুখ দেখবে বলেও আশাবাদী ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ক্রিমিয়ার মালিকানার দাবি ছাড়তেও রাজি হবেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ভ্যাটিকান সিটিতে জেলেনস্কির সঙ্গে একান্তে বৈঠক করেছেন ট্রাম্প। এর ওপর ভিত্তি করে দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে এই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট।

২০১৪ সালে সামরিক আগ্রাসনে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ভূখণ্ড ক্রিমিয়া দখলে নেয় রাশিয়া। চরম টানাপোড়েনের ধারাবাহিকতায় ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিশেষ অভিযানের নামে ইউক্রেনে পুরোদমে আগ্রাসন শুরু করে রাশিয়া। সূত্র:  

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2