বৃহস্পতিবারের মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত!

ছবি: পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার
বৃহস্পতিবারের মধ্যে ভারত হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ফোনালাপ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, মিথ্যা অভিযোগের ভিত্তিতে ২৪ থেকে ৩৬ ঘণ্টাার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে ভারত।
তিনি জানান, এই দাবির সপক্ষে শক্ত গোয়েন্দা তথ্য আছে। তার অভিযোগ, আন্তর্জাতিক সহায়তায় স্বচ্ছ তদন্তের সুযোগ থাকলেও পেহেলগাঁওয়ে হামলার ঘটনাকে পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে ভারত।
আতাউল্লাহ তারার আরও বলেন, গায়ের জোরে বিচারক, সাক্ষী আর শাস্তি বাস্তবায়নকারীর ভূমিকা একাই পালন করছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামরিক বাহিনীকে সর্বময় ক্ষমতা দেওয়ার দিনই এমন ইঙ্গিত দিলো পাকিস্তান।
এদিকে, জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দ্যুজারিক বলেছেন, উত্তেজক পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। এই উদ্দেশ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সাথে ফোনালাপে সংঘর্ষের সম্ভাব্য ভয়াবহতা আমলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন গুতেরেস। আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে ফোনালাপেও একই আহ্বান জানানোর পাশাপাশি পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
বিভি এ/আই
মন্তব্য করুন: