‘নান অব আওয়ার বিজনেস’, ভারত-পাকিস্তান ইস্যুত মার্কিন ভাইস প্রেসিডেন্টের মন্তব্য

দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ড্রোন হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনা ঘটছে উভয়পক্ষের মধ্যেই। যেকোনো সময় আরও বড় সংঘাতের দিকে মোড় নিতে পারে এ পরিস্থিতি। এমন অবস্থায় ভারত-পাকিস্তানের মধ্যকার সংঘাত ‘নান অফ আওয়ার বিজনেস’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
শুক্রবার (৯ মে) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র উভয় দেশের মধ্যে উত্তেজনা কমাতে চায়। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখে না এমন কোনো সংঘাতে সম্পৃক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই ওয়াশিংটনের।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে উত্তেজনা কমাতে উৎসাহিত করবে তবে যেকোনো সমাধান এই অঞ্চলের ভেতর থেকেই আসতে হবে। আমরা এমন কোনো যুদ্ধের মাঝখানে জড়িয়ে পড়ব না যা মূলত আমাদের কোনো বিষয় নয়।’
তবে আরও সহিংসতার হুমকি কমাতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টার ওপর নির্ভর করবে বলে উল্লেখ করেন জেডি ভ্যান্স। তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান দ্বন্দ্ব শিগগিরই সমাধান করা উচিত।’
মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের আশা এবং প্রত্যাশা হলো এটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ। এটি একটি পারমাণবিক সংঘাতে পরিণত হোক, ঈশ্বর না করুক। এই মুহূর্তে, আমরা মনে করি না যে এমনটি ঘটবে।’
বিভি/টিটি
মন্তব্য করুন: