ইসরাইলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, জেরুজালেমে সাইরেনের শব্দ
ছবি: সংগৃহীত
ইসরাইলে আবারও হামলা চালিয়েছে ইয়েমেন। ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র হামলায় বুধবার (১৪ মে) জেরুজালেমের আকাশে সাইরেন বেজে ওঠে। তবে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা এই হামলাটি সফলভাবে প্রতিহত করেছে।
এই ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় অঞ্চলে সফররত রয়েছেন। সফরের আগে তিনি জানান, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির আওতায় হুথিরা আর কোনো মার্কিন জাহাজে হামলা চালাবে না বলেও জানান ট্রাম্প।
এ মাসের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, হুথিরা মার্কিন জাহাজে হামলা বন্ধে সম্মত হওয়ায় যুক্তরাষ্ট্র ইয়েমেনে তাদের উপর বোমাবর্ষণ বন্ধ করবে।
তবে হুথি বিদ্রোহীরা স্পষ্ট করে জানিয়েছে, তারা ইসরাইলের বিরুদ্ধে হামলা চালানো অব্যাহত রাখবে। গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরাইলি হামলার প্রতিবাদে তারা এই অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানায় হুথিরা।
ইতোমধ্যে লোহিত সাগরে বহু বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলেছে। তারা বলছে, এসব হামলা গাজাবাসীর প্রতি ইয়েমেনের সংহতির অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।
বিভি/আইজে




মন্তব্য করুন: