একজন করে বন্দী বিনিময় করলো ভারত-পাকিস্তান
একজন করে বন্দী বিনিময় করেছে ভারত ও পাকিস্তান। আটারি–ওয়াঘা সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে বন্দী বিনিময় হয়েছে। বন্দী দু'জনই দুই দেশের নিরাপত্তা বাহিনীর সদস্য। পাকিস্তান তাদের হাতে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান পূর্ণম কুমার শ-কে হস্তান্তর করে।
তিনি গত ২৩ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্ত দিয়ে অসাবধানতাবশত পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। অন্যদিকে পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মুহাম্মদ উল্লাহকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত।
বুধবার (১৪ মে) সকাল সাড়ে দশটার দিকে পাঞ্জাবের অমৃতসরের আটারি যৌথ চেকপোস্ট দিয়ে শান্তিপূর্ণভাবে হস্তান্তর কর্মকাণ্ড সম্পন্ন হয়। হস্তান্তরের প্রক্রিয়া শান্তিপূর্ণ ও দুই দেশের রীতি মেনে হয়েছে বলে জানিয়েছে দুই দেশের গণমাধ্যম।
বিভি/এমআর




মন্তব্য করুন: